কুমারগ্রাম: বারবিশার পূর্ব চকচকায় রায়ডাক-২ নম্বর নদীর জল পরিদর্শন করে সতর্ক বার্তা দিলেন কুমারগ্রামের বিধায়ক
রবিবার বারবিশার পূর্ব চকচকা এলাকায় রায়ডাক-২ নম্বর নদী পরিদর্শন করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। উল্লেখ্য, শনিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জল বেড়েছে। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন বিধায়ক মনোজকুমার ওরাওঁ। তিনি বলেন, 'সবাই সতর্ক থাকুন। সব জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। বিজেপির নেতা-কর্মীরা মানুষের পাশে রয়েছে।'