আজ বারুইপুর পুলিশ জেলার আওতাধীন বকুলতলা থানা আয়োজিত সেফ ড্রাইভ সেভ লাইফ (SDSL) কর্মসূচি এবং বাইক র্যালির মাধ্যমে বাকুলতলার রাস্তায় সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পায়। তুলসীঘাটা পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে নিমপীঠ মোড়ে শেষ হয় এই র্যালি, পথিমধ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বার্তা ছড়িয়ে দেয়। বারুইপুরের এসডিপিও শ্রী অভিষেক রঞ্জন, আইপিএস এবং ওসি ট্রাফিক জয়নগর উপস্থিত ছিলেন এবং এই কর্মসূচিতে সমর্থন জানান। স্থানীয় বাসিন্দাদের বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব তুলে