প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে আইহো ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে শনিবার সন্ধ্যায় আইহো স্ট্যান্ড সংলগ্ন শ্রী শ্রী শনি মহারাজের মন্দিরে অনুষ্ঠিত হলো বাৎসরিক শনি পুজো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে ঢাক–ঢোলের বাদ্যে অতি ধুমধাম সহকারে এই পুজো সম্পন্ন হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোয় অংশ নেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল এবং আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল।