কাঠের আসবাবপত্রের দোকান থেকে চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। তারপর রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ দোকান মালিক হাই মল্লিকের হাতে পুলিশ ওইসমস্ত যন্ত্রাংশ তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গুসকরা-আউশগ্রাম রাস্তার ধারে গুসকরার আলুটিয়া মোড় এলাকায় হাই মল্লিকের কাঠের আসবাবপত্রের দোকানে চুরি হয়। দোকানের দরজার তালা ভেঙে নগদ টাকা ও যন্ত্রাংশ চুরি যায় বলেই অভিযোগ।