রসিদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশপুর গ্রামের বাসিন্দা ও চাষিভাইদের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। পশপুর DVC খালপাড় থেকে বিলাসপুর বটতলা পর্যন্ত প্রায় ৮০০ মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে।
চণ্ডীতলা ১: পথশ্রী প্রকল্পে নতুন ঢালাই রাস্তা, পশপুরে দীর্ঘদিনের দাবি পূরণ - Chanditala 1 News