বাঘমুণ্ডী: জেলার প্রতিটি ব্লকে বিজেপির ডেপুটেশন, বাঘমুন্ডিতেও দাবি পেশ
জেলার প্রতিটি ব্লকে বিজেপির ডেপুটেশন, বাঘমুন্ডিতেও দাবি পেশ | সোমবার বিকাল চারটা নাগাদ পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকে একযোগে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি। জেলা বিজেপির নির্দেশ অনুযায়ী ব্লকভিত্তিক SIR সমস্যাগুলি তুলে ধরে সংশ্লিষ্ট ব্লকের বিডিও-র কাছে দ্রুত সমাধানের আবেদন জানানো হয়। মূলত SIR ফর্ম আপলোড প্রক্রিয়ার জটিলতা ও প্রযুক্তিগত ত্রুটির বিষয়েই বেশি গুরুত্ব দেয় দল। দাবিগুলির মধ্যে ছিল চুক্তিভিত্তিক কর্মীদের মাধ্যমে ফর্ম আপলোড বন্ধ করা, সার্ভারের গত