মুরারই ২: নন্দীগ্রাম অঞ্চলের মুগলিসপুর মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে “ভোট চোর গদি ছাড়ো” এই দাবিতে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হল
নন্দীগ্রামে কংগ্রেসের গণস্বাক্ষর অভিযানআজ ১০ অক্টোবর, শুক্রবার আনুমানিক সকালের দিকে বীরভূম জেলার মুরারই-২ ব্লকের অন্তর্গত নন্দীগ্রাম অঞ্চলের মুগলিসপুর মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে “ভোট চোর গদি ছাড়ো” এই দাবিতে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সহ-সভাপতি এমডি আসিফ ইকবাল সহ এলাকার কংগ্রেস কর্মী-সমর্থকরা। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতেই এই গণস্বাক্ষর কর্মসূচি জেলাজুড়ে চলবে।