সীতাই: সিতাই ব্লকের অন্দরান সিঙ্গিমারী গ্রামের মুন্সির টারি এলাকায় গিরিধারী নদীর ভাঙনে দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা
সিতাই ব্লকের অন্দরান সিঙ্গিমারী গ্রামের মুন্সির টারি এলাকায় গিরিধারী নদীর ভাঙনে কয়েকটি বাড়িঘর ও চাষাবাদের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। সোমবার বিকেল চারটে নাগাদ স্থানীয় বাসিন্দা মোফাজ্জল মিঞা জানান, 'নদী ভাঙনে এর আগেও অনেক বাড়িঘর নদী গিলে নিয়েছে, জমিও গেছে। এখন তো মনে হচ্ছে আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হবে। এলাকার পঞ্চায়েত প্রধান এলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই নদী খনন করে গতিপথ ঘুরিয়ে দেওয়া