রঘুনাথপুর ২: সাঁওতালডি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপণা
কনকনে শীতকে উপেক্ষা করেই সোমবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের উসিড় গ্রামের কাছে অবস্থিত সাঁওতালডিহি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান। এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে শীত উত্তাপ দিতে এসেছিল আরমান ব্লেক ম্যাজিক।এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক তথা কলেজের পরিচালন কমিটির সভাপতি উমাপদ বাউরি,জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী,রঘুনাথপুর 2পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী সহ অন্যরা।