মঙ্গলকোট: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিনজন বাইক আরোহী, দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া পাঠালো মঙ্গলকোট থানার পুলিশ
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজন বাইক আরোহীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক বাইক আরোহী। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানা এলাকায়। দুর্ঘটনার পর চারজনকেই তড়িঘড়ি উদ্ধার করে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর বর্ধমান নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান।