কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর ১৯ নম্বর ওয়ার্ডের কুরচি পোতা বারোয়ারী দুর্গা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন উপস্থিত রিতা দাস
রবিবার কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত কৃষ্ণনগর 19 নম্বর ওয়ার্ডের কুরচি পোতা বারোয়ারির দুর্গা পূজো আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রিতা দাস সহ আরো অন্যান্যরা। এই উদ্বোধনের অনুষ্ঠানে এলাকার বেশ কিছু মানুষদের নতুন বস্ত্র প্রদান করেন।