হিলি: ঘুরে দাঁড়াছে হিলি, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাড়ছে দুই দেশের মধ্যে রপ্তানি ও আমদানি
দিন দিন বাড়ছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাড়ছে আমদানি রপ্তানি৷ বিগগত এক বছর দুই দেশের মধ্যে ব্যবসা তলানিতে এসে ঠেকেছিল৷ প্রতিদিন ২০-৩০ গাড়ি পন্য রপ্তানি হত। আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল৷ এমনকি দুই দেশের মধ্যে লোক পারাপারও অনেকটাই কমে গিয়েছিল। গত মাস থেকেই ফের ঘুরে দাঁড়াচ্ছে হিলির অর্থনীতি বলেই বিশেষজ্ঞ মহল মনে করছে৷ বর্তমানে প্রতিদিন ১০০-১৫০ গাড়ি গড়ে পণ্য বাংলাদেশে রপ্তানি হচ্ছে৷ বাংলাদেশ থেকে ভারতেও পণ্য আমদানি করা হচ্ছে।