কাঁকসা: কোটা মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোডে টোটোর সাথে ধাক্কা ট্রাক্টরের,আহত টোটো চালক
টোটোর সাথে ধাক্কা ট্রাক্টরের।ঘটনায় আহত হলো টোটো চালক।ঘটনাটি ঘটেছে আজ বুদবুদের কোটা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে।স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় সড়কের আন্ডার পাস থেকে একটি ট্রাক্টর দ্রুত গতিতে বেরোনোর সময় উল্টো দিকে থেকে একটি টোটো আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর টি টোটোয় ধাক্কা মারে।টোটো চালক অল্পবিস্তর আহত হয়।স্থানীয়রাই আহত কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পরে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।দুর্ঘটনাগ্রস্থ্ টোটো টি অন্যত