বরাবাজার শহরে সম্প্রতি জলের দাবিতে পথ অবরোধ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বৃহস্পতিবার বিকেলেও পথ অবরোধে সামিল হলো নীলমোহনপুর এলাকার মহিলারা। এদিন বি এল এন্ড এল আর ও অফিসের সন্নিকটে পথ অবরোধ করে আন্দোলন করতে শুরু করেন মহিলারা। ঘটনাস্থলে পৌঁছান বরাবাজার থানার পুলিশ সঙ্গে বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, সমষ্টি উন্নয়ন আধিকারিক পি এইচ ই দপ্তরের লোকজনের সঙ্গে কথা বলে আগামী একদিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দেন।