খড়গ্রাম: “দুনিগ্রাম দুর্গাপুজো মণ্ডপে তৃণমূল নেতৃত্বের উপস্থিতি, উৎসবের আবহে জমজমাট জনসংযোগ”
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের রানিপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে মঙ্গলবার রাত্রে বিশেষ আবহ তৈরি হয়। দুর্গাপূজার আনন্দঘন মুহূর্তে হাজির হন এলাকার বিধায়ক আমিরুল ইসলাম। মঙ্গলবার রাত্রে তিনি পূজামণ্ডপে পৌঁছে পূজার পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। শুধু পূজা দর্শনেই সীমাবদ্ধ থাকেননি, এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাঁদের নানা সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন।