সালানপুরে SIR খসড়া তালিকায় এক পরিবারের একজন মৃত একজন নিখোঁজ বর্তমানে তারা বাড়িতে, বিপাকে পরিবার আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে সালানপুর গ্রামের মাঝি পাড়ার বাসিন্দা ৭০ বছরের ভীমচন্দ্র মন্ডল SIR খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ।ভোটারের খসড়া তালিকায় তিনি মৃত, অথচ তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। শুধু তাই নয় তার সঙ্গে থাকা ওই বাড়িতেই একই পরিবারের তার দিদি ৮৮ বছরের সারথী মন্ডল খসড়া ভোটার তালিকায় তাকে নিখোঁজ বলে দেখানো