মাথাভাঙা ১: মাথাভাঙ্গা চেনাকাটা এলাকায় টোটো ও চার চাকার গাড়ি সংঘর্ষে চারজন আহত
মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মাথাভাঙ্গা চেনাকাটা এলাকায় মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কে পথদুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে এদিন একটি চার চাকা গাড়ি ময়নাগুড়ির দিক থেকে মাথাভাঙার দিকে আসছিল সেই সময় একটি টোটো রাস্তায় ঘোরাতে গেলে টোটোর সাথে ওই চারচাকা গাড়ির সংঘর্ষ হয় এতে টোটো চালক সমেত চার জন আহত হয়। পুলিশ টোটো এবং চারচাকা গাড়িটিকে আটক করেছে।