হরিশ্চন্দ্রপুর ২: বেজপুরায় শিবির পরিদর্শন করার সাথে মানুষের সমস্যা অভিযোগ শুনলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী
মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হল হরিশ্চন্দ্রপুর-২নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন ওই পঞ্চায়েতের বেজপুরা প্রাথমিক বিদ্যালয়ে শিবির বসে। শিবিরে কয়েকটি বুথের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের। কথা শোনেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন, জেলাপরিষদ সদস্য বুলবুল খান, জহিরুদ্দিন বাবর সহ অন্যান্যরা। তারা শিবিরে অংশগ্রহণকারী মানুষের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখলেন।