বাগদা: বাগদার নাটাবেড়িয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ বন্ধু অ্যাপের উদ্বোধন করল বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার ।
বাগদার নাটাবেড়িয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ বন্ধু অ্যাপের উদ্বোধন করল বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার । বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার নাটাবেড়িয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ বন্ধু অ্যাপের উদ্বোধন করলেন বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার । বাগদার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ পুলিশের পরিষেবা যাতে পেতে পারে সেই কারণে নাটাবেড়িয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ বন্ধু অ্যাপের শুভ সূচনা করা হলো পুলিশের পক্ষ থেকে ।