খোয়াই: সুভাষ পার্ক রাধা কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় ৪৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ মত আটক করল সাদা পোশাকের পুলিশ
Khowai, Khowai | Sep 16, 2025 সুভাষ পার্ক রাধা কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় ৪৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ মত আটক করল সাদা পোশাকের পুলিশ এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বৈধ কোনো কাগজপত্র না থাকায় এই মদ গুলির পুলিশ এই মদগুলি সহ একজনকে আটক করে নিয়ে যায় সুভাষ পার্ক আউট পোস্টে। পরবর্তীতে বিস্তারিত জানান আউটপোস্টের ওসি রঞ্জিত সরকার।