ঘাটাল: এক শিক্ষকের পচা গলা দেহ উদ্ধার ঘাটালে, বাড়ি থেকে দেহ উদ্ধার করল পুলিশ
বাড়ি থেকে উদ্ধার হলো শিক্ষকের পচা গলা দেহ, গত প্রায় তিন থেকে চার দিন মৃত অবস্থায় বাড়িতেই দেহ ছিল বলে জানা গিয়েছে। ঘাটালের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের নিকট বাড়ির ভেতর থেকে উদ্ধার অরিন্দম মুখার্জি নামে এক ব্যক্তির পচা গলা দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় তিনি শিক্ষকতা করতেন। ঘাটালের অযোকনগর প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি।