গলসি ২: গলসি ২নং ব্লকের বাহিরঘন্ন্যা গ্রামে বিষধর সাপের কামড়ে মৃত বৃদ্ধা শোকের ছায়া গ্রাম জুড়ে
গলসি ২নং ব্লকের বাহিরঘন্ন্যা গ্রামে বিষধর সাপের কামড়ে মৃত বৃদ্ধা। বুধবার বিকেল পাঁচটায় বৃদ্ধার মৃতদেহ বাহিরঘন্ন্যা গ্রামে নিয়ে আসা হলে শোকের ছায়া নেমে আসে গ্রামে। মৃত বৃদ্ধার নাম সামসুরা শেখ (৬৮) জানা গেছে বুধবার সকালে বাড়িতে শুয়ে থাকা অবস্থায় তার পায়ে সাপে কামড়ায়। সাপে কাটার কথা জানতে পেরে তাকে Bmch এ নিয়ে আসা হলে সকাল ১০:১০মিঃ তার মৃত্যু হয়। পরিবারের লোকজন গলসি থানায় উপস্থিত হয়ে ময়নাতদন্তের কাগজপত্র নিয়ে উপস্থিত হয় BMC মর্গে।