নলহাটি ১: রক্তদান জীবন দান, নলহাটি ১ নম্বর ব্লকের পাথরা সমাজসেবী উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
আজ রবিবার ৮ই জুন নলহাটি ১ নম্বর ব্লকের অন্তর্গত পাইকপাড়া পঞ্চায়েতে র অন্তর্গত পথরা গ্রামে র সমাজসেবীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলা ১১টা থেকে। রক্তের সংকট কমাতে এই রক্তদানের শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। গতকাল ছিল ঈদুল আযহা বা কুরবানী। সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন স্থানীয় যুবক বৃন্দরা।