মেদিনীপুর: মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে স্বাধীনতার পর্বে বিপ্লবীদের শহীদ হওয়া সহ বন্দী থাকার মুহূর্ত তুলে ধরে মিউজিয়াম
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বিশেষ মিউজিয়ামের উদ্বোধন হলো শনিবার সন্ধ্যায়। আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া এই মিউজিয়ামে স্বাধীনতার পর্বে ইংরেজ আমলে তৈরি এই কেন্দ্রীয় সংশোধনাগরে কোন কোন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছিল, কারা বন্দি ছিলেন, কিভাবে থাকতেন-সেই সমস্ত ইতিবৃত্ত ছবি সহযোগে কেন্দ্রীয় সংশোধনাগারের উল্টো দিকে থাকা একটি হলে সাজিয়ে রাখা হলো। যা বিভিন্ন পড়ুয়া ও গবেষকদের সমৃদ্ধ করবে।