কৃষ্ণগঞ্জ: কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় বিগ বাজেটের পূজা মন্ডপ গুলিতে আজ উপচে পড়া ভীড়
কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় বিগ বাজেটের পূজা মন্ডপ গুলিতে আজ উপচে পড়া ভীড়, গতকাল ছিলো কালীপূজা আর আজ সারা রাজ্যের অনেক জায়গায় নিরঞ্জনের ছবি কিন্তু নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় একটু অন্যরকম ছবি আজ ধরা পড়লো, গতকাল বাড়ী ও ক্লাবের পূজা পরিদর্শনের পর আজ মাজদিয়ার বেশকিছু বিগ বাজেটের মন্ডপ ও প্রতিমা দেখতে ভক্তদের অথবা দর্শনার্থীর উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় আর আজ রাত ৮ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।