চুঁচুড়া-মগরা: মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগে গোডাউ ন্সিল করে দিল আফগারি দপ্তর ঘটনাটি চুঁচুড়ার
মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগে গোডাউন সিল করে দিল আফগারি দপ্তর। চুঁচুড়ার বাস স্ট্যান্ড সংলগ্ন একটি মদের দোকানে মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রি করা হচ্ছিল। স্থানীয় যুবকরা কেনার পর তাদের নজরে আসে বিষয়টি। তারাই আবগারি দপ্তরকে বিষয়টি জানায়। খবর পেয়ে আবগারির দপ্তরের পুলিশ এসে গোডাউন সিল করে দিল।