বিশালগড়: বিশালগড় SDM অফিস সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তির হাতে মারধরের শিকার এক ব্যক্তি
জানা যায় গত ২৭ তারিখ বিশালগড় SDM অফিস সংলগ্ন এলাকায় সুব্রত দাস, রাজীব দাস, দেবব্রত দাস, সুজিত দাস এবং স্বপন দাসের হাতে মারধরে শিকার হন কানাই বিশ্বাস নামে এক ব্যক্তি। থানায় দ্বারস্থ হয়ে সঠিক বিচার না পেয়ে রবিবার সন্ধ্যায় দ্বারস্থ হন সংবাদ মাধ্যমে। এখনকার বিষয় খবর প্রকাশিত হবার পর প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে আক্রান্ত ব্যক্তির পরিবার।