কেতুগ্রাম ১: রাজ্য সরকারের উদ্যোগে কেতুগ্রামের গোপালপুরে তৈরি হল ইংরাজি মাধ্যম স্কুল, শুরু হল ভর্তি প্রক্রিয়া, পরিদর্শন করলেন D.M
রাজ্য সরকারের উদ্যোগে কেতুগ্রামের গোপালপুরে তৈরি হল ইংরাজি মাধ্যম স্কুল। পূর্ব বর্ধমান জেলায় এটি দ্বিতীয় সরকারি ইংরাজি মাধ্যম স্কুল। শুক্রবার স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এদিনই প্রথম শ্রেণিতে ৪০ জনেরও বেশি পড়ুয়া ভর্তি হয়। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ স্কুল পরিদর্শন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ। সঙ্গে ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ সহ অনান্যরা।