খাতড়া: হাজামডিহি গ্রামে কালীপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল, এইবারের "থিম নৌকা ডুবি"৩৪ বছর বর্ষে পদার্পণ করলো এই পুজো
দুর্গাপুজো পেরোতেই শুরু কালী পুজোর প্রস্তুতি।খাতড়া ব্লকের হাজামডিহি গ্রামে শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি। বুধবার আনুমানিক পাঁচটা নগদ প্রাচীন রীতিনীতি মেনে কালী পুজোর খুঁটি পুজো হল। হাজামডিহি গিরিধারি ক্লাবের এই বারের পুজো৩৪ বছর বর্ষে পদার্পণ করলো।এই বারের থিম নৌকা ডুবি।এই থিম দর্শনার্থীদের নজর কাড়বে বলেই জানায় যায়।এই কালীপুজো ঘিরে যাত্রা পালা, দুঃস্থ মানুষদের বস্ত্র দান সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।