নাকাশিপাড়া: ়এলাকাবাসীর চাহিদা অনুযায়ী বেথুয়াডহরি মাঠ পাড়ায় একটি ঢালাই রাস্তার কাজ সম্পূর্ণ করল বেথুয়াডহরি 1 নম্বর পঞ্চায়েত
বেথুয়াডহরি 1 নম্বর পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে এবং উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের প্রচেষ্টায় মাঠপাড়ার একটি রাস্তা সম্পূর্ণ হলো । ৭ ফুট চওড়া এবং 82 মিটার লম্বা এই রাস্তাটি করতে খরচ ১ লক্ষ ৩০ হাজার টাকা। রাস্তাটি প্রথম থেকে কাঁচা ছিল এবং খুব অসুবিধায় চলাফেরা করতেন সাধারণ মানুষ।সেই রাস্তাটি কথা ভেবে বেথুয়াডহরি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান মৌমিতা বিশ্বাস সাহা ও পঞ্চায়েতের উপপ্রধান পাপু দাস এবং সদস্য প্রভাস সরকারের উদ্যোগে এই রাস্তাটির কাজটি সম্পন্ন হল।