করবুক: গোমতী ত্রিপুরার করবুক মহকুমায় সহকারী সমবায় নিবন্ধকের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল দপ্তরের মন্ত্রী
Karbuk, Gomati | Aug 29, 2025 আজ গোমতী ত্রিপুরার কারবুক মহকুমায় সহকারী সমবায় নিবন্ধকের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিল কারবুক মহকুমায় সহকারী সমবায় নিবন্ধক দপ্তরের আধিকারিক, করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং অন্যান্য আধিকারিকরা।