মেদিনীপুর: ছট পুজোর পুন্যার্থীদের নিরাপত্তায় ডিএভি ঘাটে স্পিডবোটে নজরদারি ,উপস্থিত পুলিশ বাহিনী
ছট পুজোর পুন্যার্থীদের নিরাপত্তায় নজরদারি কড়াকড়ি। স্পিডবোর্ড এ নজরদারি ছাড়াও স্থল বিভাগে রয়েছে পুলিশকর্মীদের সক্রিয় উপস্থিতি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির পৌর প্রধান সৌমেন খান সহ আধিকারিকরা।