জয়পুর: অবৈদ মদ বিক্রিও তৈরি রুখতে অভিযান বামনিয়া এলাকা থেকে বাজেয়াপ্ত মত সহ ধৃত এক। আদালতে তোলা হলো আজ।
Jaipur, Purulia | Oct 28, 2025 জয়পুর আবগারি সার্কেল সোমবার বামনিয়াসহ একাধিক এলাকায় অভিযান চালাই অবৈধ মদ তৈরি ও বিক্রি রুখতে। জয়পুর আবগারি সার্কেল এলাকার বামনিয়া সহ একাধিক এলাকায় অভিযান চালাই। বামনিয়া এলাকা থেকে ২৬ লিটার অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিকে আজ মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।