ক্যানিং ১: দু নম্বর দীঘিরপাড়ে পারিবারিক বিবাদের জেরে গ্রেফতার দুই ভাই, জামিনে পেলেন মুক্তি
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ক্যানিং থানার অন্তর্গত ২ নম্বর দীঘিরপাড় গ্রামে। ধৃতদের নাম প্রদীপ সর্দার ও প্রশান্ত সর্দার। বুধবার দুপুর দুটো নাগাদ তাঁদেরকে আলিপুর আদালতে তোলা হয় ক্যানিং থানার তরফ থেকে। বিচারক বিকেল পাঁচটা নাগাদ তাঁদেরকে জামিনে মুক্তি দিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।