বাঘমুন্ডির টাইম কলের জল নোংরা- দূষিত, বিপাকে স্থানীয়রা। বাঘমুন্ডির বেনা পাড়ার বাসিন্দা সনকা সিং মুড়া, বাসন্তী ব্যানার্জি সহ স্থানীয়রা রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ জানান কয়েকদিন থেকেই বাগমুন্ডির টাইম কলে নোংরা জল আসছে। জল কর্দমাক্ত, পোকামাকড় যুক্ত, দূষিত ব্যবহারের অযোগ্য বলে দাবি করেন। তাতে তাঁদের সকলের চরম অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন। অন্যত্র থেকে জল এনে ব্যবহার করা হচ্ছে। বিপাকে পড়েছে বহু সংখ্যক মানুষজন। শুনুন তারা ঠিক কি জানালেন।