বোলপুর-শ্রীনিকেতন: হঠাৎ কেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি সাংবাদিক বৈঠক করলেন?শুনুন
বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার রাস্তায় নেমে প্রতিবাদে সরব হওয়ার পর আজ ১৬ই সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০ টা নাগাদ বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি সাংবাদিক বৈঠক করেন।প্রসঙ্গত, কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায়। সেখানে তাঁর ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। ওই ঘটনার জেরে ছাত্রসমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে।