গাজোল: ব্যাপকভাবে ক্লাব গুলি তে দুর্গা পূজার বৃদ্ধি পেলেও সে তুলনায় দুর্গা প্রতিমার মূল্য বৃদ্ধি পাচ্ছেন না গাজোল মৃৎশিল্পীরা
Gazole, Maldah | Sep 15, 2025 দূর্গা পূজার প্রতিমা তৈরি নিয়ে গাজোলের মৃৎশিল্পীরা ব্যস্ত রয়েছেন। তারা দিনরাত পরিশ্রম করে দুর্গা প্রতিমা তৈরি করছেন হাতে গোনা মাত্র রয়েছে কয় এক টা দিন।গাজোলের পাল পাড়া গিয়ে দেখা গিয়েছে দুর্গা প্রতিমা তৈরি করতে খুব ব্যস্ত রয়েছেন মৃৎ শিল্পীরা।গাজোলের বিশিষ্ট মৃৎশিল্পী মধুসূদন পাল এই বছর 17 টি দুর্গা প্রতিমা তৈরি করছেন এছাড়া মৃৎশিল্পী পরিতোষ পাল তিনিও ছয় থেকে ৮ টি দুর্গা প্রতিমা তৈরি করছেন।তবে দুর্গা প্রতিমা তৈরি করে তারা সেভাবে লাভবান হতে পারছেন না