কেতুগ্রাম ২: কেতুগ্রামের ভাগীরথীতে বেআইনি সাদা বালি লুট করতে গিয়ে নৌকাডুবি, ১৩ শ্রমিকের মধ্যে এখনও একজন নিখোঁজ, উৎকণ্ঠায় তার পরিবার
কেতুগ্রামে ভাগীরথীর মাঝনদীতে বেআইনি সাদা বালি লুট করতে গিয়ে বড়সড় বিপর্যয়। রাতের অন্ধকারে মৌ গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর এলাকায় বালি বোঝাই একটি নৌকা উল্টে জলে তলিয়ে যান ১৩জন শ্রমিক। তাঁদের মধ্যে ১২ জন সাঁতরে উঠলেও এখনও নিখোঁজ দূর্লভ রাজবংশী (৪১)। মুর্শিদাবাদের পল্লীশ্রীর বাসিন্দা দূর্লভের খোঁজে বৃহস্পতিবার দিনভর ভাগীরথীতে তল্লাশি চালানো হয়।