এলাকার দুঃস্থ মানুষের কথা ভেবে শীত বস্ত্র বিতরণ করলেন পাড়ার এক সমাজসেবী। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা এলাকায় প্রায় ২১০ জনের হাতে তুলে দেওয়া হয় ব্লানকেট। উল্লেখ্য, দিন কয়েক থেকে জাকিয়ে পড়েছে শীত। যার ফলে অনেক দুঃস্থ মানুষেরা কিনতে পারেনা শীতের পোষাক। কষ্টেই দিনজাপন করতে হয় তাদের। ঐরকম এক পরিবারের দুর্দশা দেখেই ব্লানকেট বিতরন করার সিদ্ধান্ত নেন ডোমকলের ভাতশালার এক সমাজসেবী বাদশু সেখ। তার কথা মতো স্থানীয়দের সহায়তায় এদিন ভাতশালা, গ