ঘাটাল: সকলের প্রিয় ঘাটালের SDO সুমন বিশ্বাস বদলি হয়ে যাচ্ছেন দুর্গাপুরে
বন্যা হলেই রাত দিন এক করে মানুষের সাহায্যে এলাকায় পড়ে থাকতেন এই সুমন বিশ্বাস। তবে আজ নবান্নের রদবদলের নির্দেশে ঘাটাল থেকে সরতে হচ্ছে সুমন বিশ্বাসকে। ঘাটাল থেকে দুর্গাপুরে যাচ্ছেন মহকুমাশাসক সুমন বিশ্বাস।