লাভপুর: লাভপুরের হাতিয়া অঞ্চলের তরুলিয়া হাটে লক্ষ্মী পুজো ঘিরে নজর কেড়েছে এলাকাবাসীর
কোজাগরী লক্ষ্মী পুজো কে কেন্দ্র করে লাভপুরের হাতিয়া অঞ্চলের তরুলিয়া হাটে সাজো সাজো রব। তবে ওই জায়গার খ্যাতি রয়েছে কাঁচ সবজি কেনা বেচার জন্য।এবার সংশ্লিষ্ট এলাকার ব্যাবসায়ী দের উদ্যোগে ১৯ বছরে পা দিয়েছে ওই পুজো। যদিও গতকাল লক্ষী পুজো থাকলেও সেই লক্ষ্মী পুজোর মেলা কে কেন্দ্র করে আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকেই ঢল নেমেছে এলাকায়। প্রতি বারের মতো এবারও তাঁদের মণ্ডপ সজ্জা নজর কাড়ার মতো। এবছর তাঁদের মণ্ডপ সজ্জায় রয়েছে শ্রীকৃষ্ণের মথুরা যাত্রার ঘটনা।