রাজগঞ্জ: ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি, সরানো হল বামনডাঙ্গা চাবাগানের মডেল ভিলেজ সহ অনান্য লাইনের বাসিন্দাদের
মন্থার প্রভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার। আর তাই কোনরকম ঝুকি না নিয়ে ফের এদিন বিকেল পাচটা নাগাদ নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগানের মডেল ভিলেজ, ১৮ নং লাইন,হাতি লাইন ও বিচলাইনের প্রায় ৮০০ পরিবারকে চাবাগানের ফ্যাক্টরির অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হল।উল্লেখ্য গত পাচ অক্টোবর বিধ্বংসী বন্যায় মডেল ভিলেজ সহ বিভিন্ন লাইনের কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র মডেল ভিলেজেই বন্যায় ভেসে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।