সাঁইথিয়া: সাঁইথিয়ায় মৌমাছি ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন বিধায়িকা নিলাবতি সাহা
আজ শুভ ষষ্ঠী কিত্তির শুভ লগ্নে বীরভূম জেলার সাঁইথিয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডে মৌমাছি ক্লাবের দুর্গাপুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন সাঁইথিয়ার বীদায়কা নিলাবতি সাহা এছাড়াও ছিলেন সাঁইথিয়ার পৌরপতি বিপ্লব দত্ত। এছাড়াও ছিলেন মৌমাছি ক্লাবের সদস্যরা এবং বিশিষ্টজনেরা আর আনুমানিক রাত্রি আটটা নাগাদ সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়