ইংরেজবাজার: সিংপাড়া এলাকা জমির ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার
জমির ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। সোমবার দুপুর দুটো নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি করেছে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের সিংপাড়া এলাকায়। মৃত যুবকের নাম সুশান্ত রাজবংশী। সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জমির ক্ষেতে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে।