নলহাটি ১: কালীপুজোর বিশেষ দিনে ৫১ পীঠের ১ সতিপীঠ নলহাটি নলাটেশ্বরি মন্দিরে পূজো দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
কালীপুজোর বিশেষ দিনে ৫১ পীঠের ১ সতিপীঠ নলহাটি নলাটেশ্বরি মন্দিরে পূজো দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,আজ সোমবার দুপুর ২টা নাগাদ ৫১ পীঠের ১ সতিপীঠ নলহাটি নলাটেশ্বরি মন্দিরে আসেন বীরভূমের বোলপুরের বিধায়ক বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং মা নলাটেশ্বরীকে দেন পুজো, আজ কালীপুজোর বিশেষ দিনে সকলের মঙ্গল কামনার্থে মা নলাটেশ্বরীকে দিলেন পুজো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ওনার সঙ্গে উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভার বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব ।