পুরুলিয়া ২: সোমবার সকাল থেকেই পুরুলিয়ার চকবাজার কালীমন্দিরে পুজো দিতে মহিলাদের লম্বা লাইন
সোমবার সকাল থেকেই পুজো দিতে পুরুলিয়ার চকবাজার কালীমন্দিরে লম্বা লাইন। দূর দূরান্ত থেকে মহিলারা যেমন পুজো দিতে উপস্থিত হয়েছেন তেমনি দন্ডি কেটে বহু মানুষ আসছেন মনশ কামনা পূরণ করতে। আজ সারাদিনই পূজো হবে পুরুলিয়ার চক বাজারে।