শালবনি: বিশ্বকর্মা পূজার প্রসাদ বিতরণ শালবনীতে, প্রসাদ বিতরণ করলেন মন্ত্রী
আজ বুধবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে শালবনীতে আয়োজিত হয় পুজো। অনুষ্ঠান করে ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হয় এদিন সালবনিতে। পুজোর শেষে দুপুর প্রায় তিনটে নাগাদ প্রসাদ বিতরণ করা হয় পুজোর। পথ চলতি সাধারণ মানুষ সহ সকল জনসাধারণকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। এদিন সালবনিতে এই প্রসাদ বিতরনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, এদিন নিজের হাতে প্রসাদ তুলে দেন মন্ত্রী।