রায়গঞ্জ: রায়গঞ্জে ফের চাঁদার জুলুম, কালীপুজোর রাতে আক্রান্ত সস্ত্রীক এক ব্যবসায়ী,আক্রান্ত ব্যক্তি রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন
কালীপুজোর রাতে চাঁদা না দেওয়ায় আক্রান্ত রায়গঞ্জের তুলসিতলা এলাকার দুধ ব্যবসায়ী সঞ্জয় পাল ও তার স্ত্রী। বুধবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত ব্যবসায়ী অভিযোগ করেন পার্বতী দেবী উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় একটি ক্লাবের কয়েকজন সদস্য ২০০০ টাকা চাঁদা দাবি করে। অস্বীকার করায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় থানায় অভিযোগ জানান সঞ্জয় পাল।