মেমারি ১: মেমারিতে সরকারি হোম পরিদর্শনে জেলাশাসক
সোমবার দুপুর ১২ টা নাগাদ মেমারি-১ ব্লকের অন্তর্গত দলুই বাজার-২ গ্রাম পঞ্চায়েতে অবস্থিত শিক্ষা নিকেতন হোম পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলাশাসক আয়েশা রানী ও পূর্ব বর্ধমান জেলা এস পি সায়ক দাস সঙ্গে ছিলেন মেমারি-১ ব্লকসমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, পূর্ব বর্ধমান জিলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, ডি এস পি মেমারি মিজানুর রহমান, সি আই বি বিশ্বজিৎ মন্ডল।