মেদিনীপুর আর্ট একাডেমির পরিচালনায় বিদ্যাসাগর হল প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে থেকে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত FOOD & ART Festival, Midnapore ২০২৬। শিল্প, সংস্কৃতি ও স্বাদের মেলবন্ধনে এই উৎসবের প্রথম দিনেই উপচে পড়ল উৎসাহ-উদ্দীপনা। উৎসবের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় মহিলাদের জন্য বিশেষ মিষ্টি বানানোর প্রতিযোগিতা।